ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৬:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রামপাল উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা; ১৫০ টি পরিবার পেল নতুন ঠিকানা

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Tuesday, June 11, 2024 - 1:19 pm
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 121 বার

লায়লা সুলতানা,নিজস্ব প্রতিবেদক

শতশত পরিবারকে ভূমিহীন ও গৃহহীন রেখেই রামপাল উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ১৮ হাজার ৫৬৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করেন। এরপরেই উপজেলার উপকারভোগীদের মাঝে ঘর ও জমির দলিলাদি হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (১১ জুন) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে উপজেলায় ৫ম পর্যায়ে সর্বমোট ১৫০ টি গৃহ নির্মাণ কাজ সম্পন্ন হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, পিআইও মো. মতিউর রহমান, এলজিইডি প্রকৌশলী মো. গোলজার হোসেন, রামপাল থানার ওসি সোমেন দাশ, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল কুদ্দুস, উপজেলা আইসিটি কর্মকর্তা রনিক হালদার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইমরান হোসেন, সহকারী তহশিলদার এ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম, প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপকারভোগী পরিবারের সদস্যরা।