রামপালে সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা দায়ের
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে সন্ত্রাসী হামলার ঘটনায় অবশেষে রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। আহতের পুত্র হুমায়ুন শেখ গত বুধবার বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩/৪ জনের মামলাটি করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, গত ৩ মার্চ প্রথম দফায় বিকাল সাড়ে ৫ টায় ও দ্বিতীয় দফায় রাত ৮ টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার শ্রীফলতলা গ্রামের আ. রাজ্জাক শেখ, সেলিনা বেগম ও শিরিনা বেগমকে লাঠি দিয়ে ও লাথি, কিল ঘুষি মেরে গুরুতর আহত করে মুজিব নগর গ্রামের ইসরাফিলের ছেলে রাজিব, শ্রীফলতলা গ্রামের মৃত আমির আলীর ছেলে রাকিব শেখ, সাহেব আলী মুছাল্লির মেয়ে লতিকা বেগম ও একই গ্রামের আমির আলীর মেয়ে নীলা বেগম মারপিট করেন। এতে তারা গুরুতর আহত হন। গুরুতর আহত আ. রাজ্জাক কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই সময় সন্ত্রাসীরা বাড়িতে প্রবেশ করে বাড়ি ভাংচুর করে ক্ষয়ক্ষতি করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাশ এর কাছে জানতে চাইলে তিনি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।