রামপালে শিশু মারিয়ার হার্টে ছিদ্র, তাকে বাঁচাতে মায়ের আকুতি
মেহেদী হাসান, নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটের মোংলা উপজেলার আমড়াতলা গ্রামের শহিদুল হাওলাদারের ঘরে জন্ম নেয় মারিয়া। ১৪ মাস বয়সী শিশু মারিয়া জন্মগ্রহণ করার কয়েক মাসের মধ্যে বেশ অসুস্থ হয়ে পড়ে। হতদরিদ্র দিনমজুর পিতা শহিদুল কন্যাকে হাসপাতালে ভর্তি করে পরীক্ষার এক পর্যায়ে তার হার্টের ছিদ্র ধরা পড়ে। দরিদ্র পিতার শেষ সম্বলটুকু বিক্রি করে শিশু মারিয়াকে চিকিৎসা করতে থাকেন। তার সুচিকিৎসার জন্য ১৫ থেকে ২০ লক্ষ টাকা ব্যয় হবে বলে চিকিৎসকগণ জানিয়েছেন। এ খবর শোনার পর দরিদ্র পিতার মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে। এত টাকা কোথায় পাবেন? তার শিশু কন্যাকে কি বাঁচাতে পারবেন না? নিরুপায় হয়ে এমন অবস্থায় মারিয়ার মাতা আদরী আক্তার সন্তানের চিকিৎসার জন্য বিত্তবানদের দারস্থ হন। এক সময় তার মা আদরী আক্তার প্রেসক্লাব রামপাল এর অফিসে ছুটে আসেন। সাংবাদিকদের মাধ্যমে সমাজের বিত্তবানদের দৃষ্টি আকর্ষণের জন্য কাকুতি মিনতি করেন। যদি তার বুকের ধন সুস্থ হয়। তার ব্যাক্তিগত বিকাশ নম্বরে যোগাযোগ করে সাহায্যের আবেদন করেন তিনি। বিকাশে টাকা পাঠানোর জন্য তার নম্বর হলো মাতা আদরী আক্তার – ০১৫৮১০১৯৩৫২।