রামপালে প্রতারণা করে স্ত্রী বিলকিসকে তালাক ও মারপিটের অভিযোগ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
যশোরের গার্মেন্টস কর্মী বিলকিস বেগম নামের এক গৃহবধূকে প্রতারণা করে তালাক দেয়া ও ৬ মাসের পুত্র সন্তানসহ তাকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বিলকিস বেগম তার সন্তান শিশু রুম্মানকে নিয়ে বিপাকে পড়েছেন। সে স্বামীর সংসার ও ছেলের পিতৃত্বের দাবীতে স্বামীর বাড়িতে ধর্ণা দিচ্ছেন।
জানা গেছে, যশোরের মনিরামপুর উপজেলার চাকলা গ্রামের নওশের গাজীর মেয়ে বিলকিস বেগমকে দুই বছর পূর্বে ভালোবেসে বিয়ে করেন রামপাল উপজেলার কুমলাই গ্রামের ইকরাম শেখ। সেই সংসারে রুম্মান শেখ নামের ৬ মাস বয়সী এক শিশু পুত্র রয়েছে। সংসারের সুখের কথা চিন্তা করে বিলকিস স্বামী ইকরামকে মোটরসাইকেল, বাড়িতে ঘর বাঁধার জন্য মোটা অংকের টাকা দেয়। ঢাকায় গার্মেন্টসে চাকুরি করে জমি রাখা সব অর্থ নিয়ে স্বামী ইকরাম প্রতারণা করে কাগজে টিপ সহি নিয়ে কথিত তালাক দেয়। প্রতারণা করে ওই ইকরাম নোটারী পাবলিকের থেকেও একটি তালাকের ঘোষণা দেয়। গত ইংরেজি ২৬ ফেব্রুয়ারী সোমবার দুপুর সাড়ে ৩ টায় স্বামীর বাড়িতে যার বিলকিস। বাড়িতে ঢোকার পথে পুকুর পাড়ে ফেলে স্বামী ও তার স্বজনরা মারপিট করে। ওই সময় তারা শিশু রুম্মানের গলা চেপে ধরে। স্থানীয়রা তাদের উদ্ধার করে।
এ বিষয়ে অভিযুক্ত ইকরাম শেখের সাথে তার ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করে কথা বলার চেষ্টা করলেও সে ফোন রিসিভ করেননি। এলাকাবাসী ভুক্তভোগী বিলকিস বেগমের পক্ষে সুবিচার দাবী করেছেন।