রামপালে প্রকৌশলী গোলজারকে প্রেসক্লাব রামপালের সম্মাননা স্মারক প্রদান
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল উপজেলা প্রকৌশলী মো. গোলজার হোসেনকে প্রেসক্লাব রামপাল এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় প্রেসক্লাব রামপালের কার্যালয়ে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব রামপালের সভাপতি এম. এ সবুর রানা, সিনিয়র সহ-সভাপতি মোতাহার হোসেন মল্লিক, সহ-সভাপতি কবির আকবর পিন্টু, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, মো. মেহেদী হাসান, অর্থ সম্পাদক তারিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মোল্যা হাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরদার মহিদুল ইসলাম, তথ্য ও ক্রীড়া সম্পাদক লায়লা সুলতানা, সদস্য মো. রেজাউল ইসলাম, এইচ. আমিনুল হক নান্টু, আবু নাঈম গাজী, সুখময় ব্রহ্ম, সাগর আহম্মেদ, মুর্শিদা পারভীন, হারুন শেখ, তুহিন মোল্যা প্রমূখ। উল্লেখ্য, প্রকৌশলী গোলজার হোসেন ২০১৪ সালের ডিসেম্বর থেকে অদ্যবদি দীর্ঘ প্রায় ১০ বছর নিষ্ঠা, সততা ও দক্ষতার সাথে অর্পিত দায়িত্ব পালন করায় ” প্রেসক্লাব রামপাল” এর পক্ষ থেকে তাকে এই সম্মাননার স্মারক প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ওই কর্মকর্তার উত্তরোত্তর উন্নতি ও সফলতা কামনা করেন ক্লাবের নেতৃবৃন্দ।