রামপালে খালেদা জিয়া ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান
মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে জিয়াউর রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে, কেন্দ্রীয় বিএনপি’র গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীমের পরিচালনায় খালেদা জিয়া ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উজলকুড় ইউনিয়ন সভাপতি মোল্যা আ. সত্তারের সভাপতিত্বে এবং উজ্জলপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মিলন আকুনজির সঞ্চালনায় এ ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক আকরাম হোসেন তালিম, সদস্য সরদার অজিয়ার রহমান, রামপাল উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, যুগ্ম আহবায়ক আলী আকবার সম্রাট, তরফদার জিল্লুর রহমান, অধ্যাক্ষ খালিদ আহমেদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামিউল হক, সহকারী অধ্যাপক মুক্তাদির হক, ডা. এনামুল কবির, ডা. কবির হোসেন, মো. লাভলু ফকির, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জেহাদুল ইসলাম, কৃষকদলের সেক্রেটারি এহতেশাম আলম, এ্যাডভোকেট হুমায়ুন কবির, মাজহারুল ইসলাম ইয়ামিন, শামীম হাসান তিতাস, সোহেল রানা, সভা সঞ্চালনা করেন মোল্যা ইসমাইল হোসেন খোকন প্রমুখ। খালেদা জিয়া ফ্রি এ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় ৫ হাজার রোগীকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ প্রদান করা হয়।গরিব অসহায় দুস্থ নারী ও পুরুষ চিকিৎসা বঞ্চিত লোকদের নিয়ে আগামী দিনেও কাজ করা হবে বলে ঘোষণা দেন কৃষিবিদ শামিমুর রহমান শামীম।