যাত্রাপুরে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট:বাগেরহাটের যাত্রাপুরে রাংদিয়া স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছে সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (০১অক্টোবর) দুপুর ১২ টায় রাংদিয়া স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে একটা বিক্ষোভ মিছিল শুরু হয়।বিক্ষোভ মিছিলটি যাত্রাপুর বাজার প্রদক্ষিণ করে বটতলায় নামক স্থানে শেষ হয়।এরপর বটতলায় একটা প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, রাংদিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক,শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিবর্গরা।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, হযরত মুহাম্মদ (স:) প্রতিটি মুসলিমের কলিজা।যারা তার বিরুদ্ধে কথা বলবে তারা ইসলামের শত্রু।ভারতের পুরহিত রামগিরি আমাদের মহানবী হযরত মুহাম্মদ (স:) কে নিয়ে কটুক্তি করেছে।আর ভারতের বিজেপির নেতা তাকে সমর্থন জানিয়েছে।তারা ইসলামের দুশমন,তারা মুসলিমের দুশমন। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।
এসময় শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ জনগণ ও উপস্থিত ছিলেন।