ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৪:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মোংলা পুলিশের বিশেষ অভিযানে আ.লীগের ৩ নেতাকর্মী আটক 

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Sunday, November 10, 2024 - 1:43 pm
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 44 বার

মাসুদ রানা, মোংলা প্রতিনিধি

মোংলা সহ সারা দেশে চলছে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে। এ অভিযানের অংশ হিসেবে মোংলা উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার মধ্যরাতে  অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মিঠাখালীর খাসের ডাঙ্গা  এলাকার আওয়ামী নেতা আব্দুল্লাহ মল্লিক, চাঁদপাই উত্তর মালগাজী এলাকার মোঃ শাহ আলম, পৌরসভার কেওড়াতলা এলাকার আব্দুল মান্নান। তাদের বিরুদ্ধে নাশকতা সহ বহু অভিযোগ রয়েছে প্রশাসনেন কাছে। মোংলা-রামপাল সার্কেলের সহকারি পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বলেন, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় পুলিশের বিশেষ অভিযান চলমান। তাই দেশের শান্তি শৃংঙ্খলা ঠিক রাখা ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিৎ কল্পে কাজ করছে প্রশাসন। সে জন্য দেশের আইনশৃংঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে মোংলায় ও অভিযান চালানো হয়েছে। এ অভিযানে আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে মধ্যরাতে আটক করে মোংলা থানা পুলিশ। এছাড়া দেশকে অস্থিতিশিল করতে মোংলা আরো বেশ কিছু আওয়ামী নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পর্যাক্রমে তাদেরকেও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

আটককৃতদের রবিবার (১০ নভেম্বর) দুপুরে বাগেরহাট আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশের এ কর্মকর্তা।