ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ২:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মোংলায় রূপালী ব্যাংকের ভবনে আগুন

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Sunday, April 28, 2024 - 11:22 am
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 147 বার

মোংলা প্রতিনিধি

মোংলায় রূপালী ব্যাংক পিএলসির ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করে।

রোববার (২৮ এপ্রিল) দুপুরে পৌর শহরের শাপলা চত্বরে রূপালী ব্যাংক পিএলসির ভবনে এ আগুন লাগে।

জানা যায়, মোংলা পৌর শহরের নিউ মেইন রোড়ে ফেন্সি কমপ্লেক্স নামক ভবনের দ্বিতীয় তলায় রূপালী ব্যাংকের একটি শাখা রয়েছে। তবে আগুনের ঘটনাটি ঘটে ভবনের তৃতীয় তলায়। সেখানে ভবন মালিকের কাপড়ের গোডাইন ও টেইলার্সের কারখানা রয়েছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সাভিসের একটি ইউডিনট এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে সাড়ে ৪টার পরও ভবনের তৃতীয়তলা থেকে ধোঁয়া বের হচ্ছিল।

ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে। তবে আগুন লাগার ঘটনায় ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি ব্যাংক কতৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের।