মোংলায় ব্র্যাকের উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধে সমন্বয় সভা
আলী আজীম, মোংলা (বাগেরহাট):
মোংলায় ব্র্যাকের উদ্যোগে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। নারীর ক্ষমতায়নের পথে বাল্যবিয়ে একটি অন্যতম প্রধান বাঁধা যা প্রতিরোধে আরও কার্যকরী সমন্বিত কর্মকৌশল নির্ধারণ করার লক্ষ্যে বৃহস্পতিবার (১৬ মে) সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেল্ফ) এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না’র সভাপতিত্বে কর্মসূচি লক্ষ্য উদ্দেশ্য, স্বপ্নসারথি কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, অভিভাবকরা কমিউনিটি ওয়াচ গ্রুপ মিটিং আইন সহায়তা ও বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির চলমান কার্যক্রম উপস্থাপনা করেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেল্ফ) এর জেলা ব্যবস্থাপক পলাশ হালদার। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: শাহীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরৎ জাহান সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ। পরে অতিথিবৃন্দ বাল্যবিয়ে প্রতিরোধে নিজ নিজ উদ্যোগের কথা ব্যক্ত করার মাধ্যমে কর্মপরিকল্পনা তৈরী করেন।