ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১২:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মোংলায় ফল নিয়ে দন্ধে আহত-৫, আটক-২

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Tuesday, February 20, 2024 - 3:31 pm
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 190 বার

মোংলা প্রতিনিধি

মোংলায় ফল কেনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় থানায় পৃথ দুটি মামলা হয়েছে। এর সাথে সড়িত থাকায় দুই আসামীকে আটকও করেছে পুলিশ। মঙ্গলবার (২০ ফেব্রয়ারী) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানা হয়েছে।

পুলিশ জানায়, স্থানীয় বাজারের একটি দোকান থেকে দুই কাটুন আঙ্গুর ফল ক্রয় করে শিপন নামের এক ফল ব্যাবসায়ী। এসময় অন্য ব্যাবসায়ী শাহাবুদ্দিন, শাহাসাপ, শাহা আলী ও বাদশা ওই একই ফল জোর পুর্বক নেয়ার জন্য বাক বিতান্ডায় জড়িয়ে পরে। পরে ব্যাবসায়ী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শিপন, জসিম, মানিক ও বাদশা সহ বেশ কয়েকজন আহত হয়। এর মধ্যে দুইজনকে রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদেরও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় উভয় গ্রুপেই সোমবার গভীর রাতে মোংলা থানায় পৃথক দুটি মামলা করলে শাহাসাপ ও মানিক নামের দুই আসামীকে আটক করে মোংলা থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ নিয়ে শহরে উত্তেজনা বিরাজ করছে।

মোংলা সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃ মুশফিকুর রহমান তুষার বলেন, ফল কেনা একটি তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি পরে একটি বড় সংঘর্ষের ঘটনা ঘটে এতে জসিম, শিপন, বাদশা সহ বেশ কয়েকজন আহত হয়েছে। এঘটনা নিয়ে মামলা হওয়ার সাথে সাথে দুইজনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। আর বাকিদেরও গ্রেফতারে অভিযান চলছে বলেও জানায় পুলিশের এ কর্মকর্তা।