মোংলায় আ.লীগ ফ্যাসিবাদ দোসর আবারও সক্রিয় হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
মাসুদ রানা, মোংলা প্রতিনিধি
মোংলা বন্দর মেরিন এন্ড ইন্জিনিয়ারিং ওয়াকসপ শ্রমিক কর্মচারি সংঘের আয়োজনে আ.লীগ ফ্যাসিবাদ দোসর আবারও সক্রিয় হওয়ার চেস্টা করছে তার বিরুদ্বে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় পৌর ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার পৌর ভবনের সামনে এসে শেষ হয়।
এ সময় মোংলা বন্দর মেরিন এন্ড ইন্জিনিয়ারিং ওয়াকসপ শ্রমিক কর্মচারি সংঘের মোঃ শুক্কুর আলী, বরিউল ইসলাম, মিঠু আলী, সোহেল হাওলাদার, বাবু খান, সোহাগ খাঁন, ইলিয়াস খাঁন, রবি শিকদার সহ সংঘের সকল সাধারণ সদস্যরা উপস্থিত ছিলো।
এছাড়া আরো উপস্থিত ছিলো যুবদল নেতা রাহত হোসেন মুন্না,মোঃ বেল্লাল হোসেন, মামুন মল্লিক, মহাসিন ভুইয়া , গিয়াস, মিলন, দেলোয়ার, নাজমুল মানিক সহ অনেকে।