ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৪:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মেট্রোরেলের ইঞ্জিন-বগির পর কংক্রিট পাইল নিয়ে মোংলায় বিদেশি জাহাজ “এমভি কিয়ো কোরাল”

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Thursday, February 15, 2024 - 2:02 pm
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 181 বার

মোংলা প্রতিনিধি

মেট্রোরেলের ইঞ্জিন-বগি ও মেশিনারিজ যন্ত্রাংশ খালাসের পর এবার কংক্রিট পাইল এর দ্বিতীয় চালানের পন্য নিয়ে মোংলা বন্দরে নঙ্গর করেছে পানামা পতাকাবাহী বিদেশী জাহাজ “এমভি কিয়ো কোরাল”। বুধবার (১৪ জানুয়ারী) বিকালে জাহাজটি বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে রাতের পালা থেকে খালাস কাজ শুরু করে পন্য খালাসকারী প্রতিষ্ঠান মেসার্স খুলনা ট্রেডার্স লিঃ এবং আমদানীকারক প্রতিনিধিরা।

বন্দরের হারবার বিভাগ সুত্রে মেট্রোরেলের পন্য আমদানীকারক প্রতিষ্ঠান মেসার্স এনশিয়েন্ট ষ্টিমশিপ কোম্পানী লিঃ’র প্রতিনিধিরা জানান, গত দুই বছর আগে থেকে মেট্রোরেলের ১৪৪টি কার, বগি ও বিভিন্ন মেশিনারিজ পন্য মোংলা বন্দর থেকে খালাস করা হয়েছে। এবার মেট্রোরেলের কংক্রিট পাইল নিয়ে দ্বিতীয় চালান এলো মোংলা বন্দরে। গত ১ ফেব্রুয়ারী ভিয়েতনাম বন্দর থেকে ৪৯১ প্যাকেজে ৫ হাজার ১১৮ মেট্রিক টনমেট্রোরেলের লাইন-৫ এর কংক্রিট পাইপ নিয়ে মোংলা বন্দরের উদ্দোশ্যে ছেড়ে আসে। বুধবার (১৪ ফেব্রয়ারী) বিকালে বন্দরের ৭ নম্বর জেটিতে নঙ্গর করে রাতে পণ্য খালাস শুরু করে আমদানীকারকরা। বৃহস্পতিবার (১৫ফেব্রয়ারী) সন্ধ্যা পর্যন্ত ২০০ পিচ পাইল খালাস হয়েছে, বাকিগুলো খালাস করতে ২/৩ দিন সময় লাগবে বলেও জানায় খালাসকারী প্রতিষ্ঠান মেসার্স খুলনা ট্রেডার্স লিঃ প্রতিনিধিরা। খালাসকৃত পন্য নৌ-পথে ঢাকায় পাঠানো হবে বলেও জানায় তারা।

পন্য খালাসকারী প্রতিষ্ঠান মেসার্স খুলনা ট্রেডার্স লিঃ এর সুপার ভাইজার মোঃ রুহুল আমিন বলেন ও আমদানীকারক বলছে, সরকারের এ বড় মেগা প্রকল্প মেট্রোরেলের সব মালামাল মোংলা বন্দর দিয়ে আমদানি, খালাস ও পরিবহন করা হয়েছে। আর মেসার্স খামী-গুমী ফরোয়ার্ড ইন্টার ন্যাশোনাল কোম্পানীর ম্যানেজমেন্ট অফিসার উজ্জল কুমার পাল বলেন, এবারের কংক্রিটের পাইলগুলো যত্নসহকারে এ বন্দর দিয়ে খালাস করা হবে। মেট্রোরেলের এবার দ্বিতীয় চালানে ৪৯১ পিচ কংক্রিট পাইপ আনা হয়েছে। আর প্রথম চালানের জাহাজে ৪৭৮পিচ এসেছিলো। আরো ৩ হাজার ১শ পিচ কংক্রিট পাইপ নিয়ে ৬টি জাহাজে মোংরা বন্দরে খালাসের জন্য আসবে বলে জানায় তারা।

গত ২৪ ডিসেম্বর মেট্রোরেল লাইন-৫ এর প্রথম চালানে ৪৭৮ পিচ কনক্রিট পাইপ মোংলা খালাস করে বন্দর ত্যাগ করছিল বিদেশী জাহাজ“এমভি হরিজন-৯”।