ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১২:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের  ছাত্র জনতা  বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন 

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Thursday, October 10, 2024 - 5:49 pm
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 79 বার
চুলকাটি প্রতিনিধি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং  করেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় বাগেরহাট সদর ও উপজেলার চুলকাটি বনিক পাড়া দুর্গা পুজা মণ্ডপ, রাখালগাছিসহ বিভিন্ন  পুজামন্ডপ পরিদর্শনকালে আজরীন আরবী (নওরীন) এসময় পুজা মণ্ডপে তার বক্তব্যে বলেন বাগেরহাট জেলা একটি অসাম্প্রদায়িক এবং বাংলাদেশের অন্যান্য জেলা থেকে সম্পূর্ণ ভিন্ন আমরা দুর্গা পূজায় যেমন আনন্দ করি আমাদের ঈদেও তেমন আনন্দ করি। দিগত বছর গুলোতেও পূজা মন্ডপে যেমন সহংসিতা হয়নি,আশা করি এবারও হবে না। ছাত্র আন্দোলনের হুমকির মুখে সরকার পতন হয়েছে এবং বাংলাদেশের ৬৪ জেলা অন্য জেলায় হুমকি ধুমকি হচ্ছে এটা প্রতিরোধ করার জন্য মুলত ছাত্ররা আমরা পূজা মন্ডপে এসেছি। আমরা ছাত্ররা আগেও আন্দোলনে মাঠে ছিলাম এখনো স্বাধীনতার পরেও মাঠে আছি। সকল সহিংসতা রুখে দাড়ানোর জন্য আমরা মাঠে থাকবো। এসময় উপস্থিত ছিলেন সাদিয়া খাতুন, সানজানা ইসলাম, মিম আক্তার, ফাহিম সরদার, তামিম শেখ, সিরাজ শেখ, শেখ সাদ, রিয়াদ শেখ প্রমুখ।  পুজা মন্দির কর্তৃপক্ষকে সার্বিক নিরাপত্তার বিষয়ে  আশ্বস্ত করেন এবং তাদের বিভিন্ন অসুবিধার কথা শুনে তা’ সমাধানের আশ্বস্ত করেন। এ সময় জেলা ও ইউনিয়নের ছাত্র জনতা ও চুলকাটি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।