বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন বাগেরহাটবাসী
আসাদুজ্জামান শেখ, নিজস্ব প্রতিবেদক :
বৃষ্টির প্রার্থনায় দেশের বিভিন্ন স্থানে বিশেষ ইসতিস্কার নামাজ অনুষ্ঠিত। অব্যহত তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গরম থেকে রক্ষা পেতে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির জন্য ইস্তেখারার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। মহান আল্লাহর কাছে দীর্ঘ মোনাজাতে বৃষ্টির জন্য প্রার্থনা করেন তারা।
অনাবৃষ্টির সাথে তীব্র দাবদাহে পুড়ছে সারাদেশ। গেল কয়েকদিন ধরে বাগেরহাটে ৩৭ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠা-নামা করছে। দাবদাহ থেকে বাঁচতে এবং বৃষ্টির জন্য গতকাল বৃহস্পতিবার বাগেরহাট শহরের আল ইসলাহ একাডেমি মাঠে বাগেরহাট জেলা ইমাম সমিতির আয়োজনে ইসতেসকার নামাজের আয়োজন করা হয়। জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা রুহুল আমিন, সাধারণ সম্পাদক মোহাম্মাদ উল্লাহ আরেফিনসহ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লী অংশগ্রহণ করেন। নামাজে ইমামতি করেন ফলপট্টি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. শাহজাহান। নামাজশেষে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। এসময় নামাজে অংশগ্রহনকারী কিশোর, বৃদ্ধ ও যুবকদের বৃষ্টির জন্য অঝোরে কাঁদতে দেখা যায়। এছাড়া সবাইকে নিজের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান আয়োজকরা। ফলপট্টি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. শাহজাহান বলেন, তীব্র দাবদাহে সারাদেশ আজ অতিষ্ট। শুধু মানুষ নয়, বিভিন্ন প্রাণিকূলও আজ সংকটে রয়েছে। আমরা আল্লাহর কাছে নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছি। আল্লাহর কাছে বৃষ্টির জন্য সবাই মিলে এক সাথে কেঁদেছি। আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন আশা করি।