ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১২:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বুদ্ধি প্রতিবন্ধী সাইদুল রহমান কে পরিবারের কাছে পৌঁছে দিলেন পাইকগাছার বিএনপি নেতা এস. এম. এনামুল হক।

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Sunday, June 23, 2024 - 7:27 am
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 99 বার

খুলনা ব্যুরো প্রধান

শুক্রবার খুলনার পাইকগাছা উপজেলার ৫নং সোলাদানা ইউনিয়নের সোলাদানা বাজারে বুদ্ধি প্রতিবন্ধী একটি ছেলেকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় জনগণ। সে তার নিজের নাম পরিচয় কিছুই বলতে পারছিলো না। বিষয়টি সোলাদানা ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও পাইকগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস. এম. এনামুল হকের নজরে আসলে তিনি ছেলেটিকে নিজ হেফাজতে রেখে তার খেয়াল রাখেন এবং চারিদিকে খোঁজ নিয়ে ছেলেটির পরিবারের সন্ধান নিতে থাকেন। অবশেষে বিকেলে ৪ টার দিকে এনামুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজ প্রোফাইল থেকে ছেলেটির পরিবারের সন্ধান চেয়ে একটি পোস্ট করেন। পরবর্তীতে ছেলেটির পরিবারের সন্ধান মিললে আনুমানিক সন্ধ্যা ৮ টায় স্থানীয় জনগণের উপস্থিততে এনামুল বুদ্ধি প্রতিবন্ধী ছেলেটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেন। অল্প কয়েক ঘন্টার পরিচয়ে ছেলেটি এনামুল কে ছেড়ে যেতে আবেগ আপ্লুত হয়ে পড়েন।

জানা গেছে ছেলেটির নাম মোঃ সাইদুল রহমান, পিতা মোঃ গফুর গাজি, ঠিকানা কয়রা উপজেলার বামিয়া গ্ৰামে। এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে এনামুল বলেন, অসহায়, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য। ছেলেটিকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে যারা যারা সাহায্যে করেছেন প্রত্যেকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সেই সাথে সবাইকে সাধারণ বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করে।