ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১১:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে গাছের চারা বিতরণ 

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Wednesday, June 5, 2024 - 6:37 pm
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 131 বার

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে গ্রাম সামাজিক কমিটির উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার ৫ জুন ব্রাক, আলট্রা -পুওর গ্রাজুয়েশন এ কর্মসূচিতে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ  করেন। এসময়ে উপস্থিত ছিলেন ব্রাক সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আশরাফ ঢালী, আব্দুল হাকিম মল্লিক, সাধারন সাধারন সম্পাদক লিয়কত আলি মোড়ল, শেখ দেলোয়ার হোসেন প্রমুখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগর বর্গ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তৃতায়  বলেন, গ্রামের  স্বপ্ন আমরা সবাই দেখি। মানুষ ভালো পরিবেশে বাস করতে চায়। এজন্য কাজ চলমান আছে। প্রকৃতি আমাদের বহু দুর্যোগ থেকে বাঁচায়। সুন্দরবন ঘূর্ণিঝড় রেমালের তীব্রতা কমিয়ে আমাদের জান-মালের ক্ষতি কমিয়েছে। তিনি আরও বলেন,  প্রাকৃতিক পরিবেশ রক্ষায় যারাই কাজ করবে তাদের সহায়তা করা হবে। ব্রাক আলট্রা -পুওর গ্রাজুয়েশন কর্মসূচি  বাস্তবায়িত হলে এর সুফল সাধারণ মানুষ পাবে।