বিজয় দিবসে রামপাল উপজেলা ছাত্রদলের বিজয় র্যালি-শ্রদ্ধাঞ্জলি
রামপাল প্রতিনিধ
মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি করেছে রামপাল উপজেলা ছাত্রদল। সোমবার ফয়লা চৌরাস্তা থেকে শুরু করে খানজাহান আলী বিমানবন্দর অতিক্রম করে স্বাধীনতা স্মৃতি ম্যুরাল জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্যে বিজয় র্যালি সমাপ্ত করে সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন রামপাল উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্নআহবায়ক ইব্রাহিম আকঞ্জি, বাগেরহাট জেলা ছাত্রদলের সদ্য সাবেক যু্গ্ম সাধারণ সম্পাদক রাসেল শেখ, মিলন লস্কর, মেহেদী হাসান, সদস্য আশিকুজ্জামান সুমন, আহাদ শেখ, বাগেরহাট জেলা ছাত্রদলের সদস্য শিমুল শেখ, উজলকুড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাব্বির হাসান পাপ্পু, সহ-সভাপতি জুয়েল আকুঞ্জি,সুমন মোড়ল, বাদশাহ,সজীব, প্রিন্স। অংশ নেন উপজেলা ছাত্রদলের সদ্য যুগ্ন আহবায়ক মেহেদী হাসান বলেন, ২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী অনেকে ৭১ এর মূল চেতনাকে খাটো করে দেখছে, যেটা কোনভাবে কাম্য নয়। স্বাধীনতা যুদ্ধের মধ্যে দিয়ে আমরা একটি মানচিত্র পেয়েছি আর জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে ফ্যাসিবাদের পতন সম্ভব হয়েছে। তাই দুটির তাৎপর্য ভিন্ন কোনটি ছোট করে দেখার অবকাশ নেই।