বাগেহোটে বিশিষ্ঠ সাংবাদিক শওকত আকুঞ্জি মৃত্যুতে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন জেলা কমিটির শোক বিবৃতি
আরিফ ঢালী,নিজস্ব প্রতিবেদক।
বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীন সিনিয়র সাংবাদিক শওকত আকুঞ্জি (৬০) গত (১ মে) ২ টার সময় তার নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) কর্মজীবনে তিনি এটিএন বাংলা, এটিএন নিউজ,দৈনিক ইনকিলাব ও দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন গণমাধ্যমে বাগেরহাট জেলা প্রতিনিধি হিসাবে দ¦ায়ীত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন। মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা। একজন প্রবীন সাংবাদিকের অকাল মৃত্যুতে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষে বিবৃতি ও শোক প্রকাশ করেছেন বিবৃতিদাতারা হলেন, মিজানুর রহমান মিঠু সভাপতি (দৈনিক যায়যায়দিন), কবির আকবর পিন্টু সিনিয়র সহ-সভাপতি (দৈনিক অনির্বাণ), সেকেন্দার মোড়ল সহ-সভাপতি (দৈনিক যায়যায়দিন), মেহেদী হাসান সাধারণ সম্পাদক (জাতীয় দৈনিক সংগ্রাম প্রতিদিন), আবু তালেব শেখ যুগ্ম সাধারণ সম্পাদক (ঢাকা পোষ্ট), নাজমুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক (দৈনিক রানার),আসাদুজ্জামান শেখ সোবহান সাংগঠনিক সম্পাদক (দৈনিক জন্মভুমি), রিয়াদ মোড়ল কোষাধক্ষ (সময়ের খরব),আরিফ ঢালী দপ্তর সম্পাদক (সময়ের খরব), আব্দুল্লাহ শেখ প্রচার সম্পাদক (দৈনিক বিকাল বার্তা) ফয়সাল উদ্দিন তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক (দৈনিক শব্দমিছিল), সাগর শেখ ক্রিড়া সম্পাদক (দৈনিক আস্থা), তোকির আহম্মেদ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক (জয় টিভি),লায়লা সুলতানা মহিলা বিষয়ক সম্পাদিকা (দৈনিক নবকাল) রাকিবুল ইসলাম সুমন কার্য্য নির্বাহী সদস্য (জাতীয় দৈনিক সংগ্রাম প্রতিদিন),জাকারিয়া হোসেন শাওন কার্য্যনির্বাহী সদস্য( দৈনিক প্রবর্তন),শেখ জুয়েল সদস্য (দৈনিক আই বার্তা), মহাসিন শেখ সদস্য (দৈনিক শব্দমিছিল), সাকিব হাসান জনি সদস্য (দৈনিক আজকের তথ্য), কুতুব উদ্দিন সদস্য (দৈনিক শব্দমিছিল)। ##