ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১১:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাগেরহাটের খানপুরে ফুটবল টুর্নামেন্ট সমাপনী অনুষ্ঠানে পুরষ্কার বিতরণ 

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Monday, October 28, 2024 - 2:07 pm
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 67 বার

আসাদুজ্জামান শেখ, নিজস্ব প্রতিবেদক 

বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের কাছারিবাড়ি স্কুল মাঠে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ আয়োজিত  ৪ ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। গতকাল রবিবার (২৭ অক্টোবর) বিকাল ৪ টার সময় শত শত মানুষের উপস্থিতিতে মনোরম পরিবেশে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ আয়োজিত খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক, কৃষিবিদ শামিমুর রহমান শামীম খেলায় বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। উক্ত খেলায় চুলকাটি প্রেসক্লাবে সাংগঠনিক সম্পাদক শেখ মিরানুজ্জামান মিরান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটি এম আকরাম হোসেন তালিম, জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাট গুম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম, উক্ত খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  বাগেরহাট পৌর বিএনপির আহবায়ক এসকেন্দার হোসেন, নব্বই এর ছাত্রনেতা ও জেলা বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহম্মেদ,যুবদলনেতা যুবনেতা সাইদ নিয়াজ হোসেন শৈবাল, সাবেক ছাত্রনেতা তালুকদার শহিদুল ইসলাম স্বপন, যুবনেতা সাইদ নেওয়াজ শৈবল, বিএনপি, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ রুবেল মল্লিক, মোঃ শাহিন, মোঃ মনির ফরাজী, কৃষকদল সম্পাদক ফকির তৈহিদুল ইসলাম, যুবদলনেতা মো: ফিরোজ আহম্মেদ, ওয়াসিমুল আজিম, মো: হাফিজুর রহমান, মোঃ তারেক, মো: মামুন, মহিলা দল নেত্রী শিরিনা বেগম, নারগীস আক্তার লুনা, রেহেনা পারভীন মুক্তা, মিসেস রোজী ইসলাম, ছাত্রদল নেতা মো: আল মামুন, মো: মামুন, মোঃ শামীম, মো: ইমরান হোসেন তাকদির হোসেন বাবু, এস কে সুমন, মো: পিছু শেষ। অন্যন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, খানপুর ইউনিয়ন সভাপতি হাফিজুর রহমান, খানপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক বাবুল ফকির, হাওলাদার শরিফুল ইসলাম লিটু, শেখ সাইদুর রহমান, মো: টিপু, শিমুল মল্লিক প্রমুখ। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন এই ক্রীড়া অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। আর এই নক্ষত্রকে ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ তিলে তিলে নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। মনোরম পরিবেশে খেলা উপভোগ করতে আসা দর্শনার্থীরা বলেন আমরা চাই প্রতিবছরই আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ আয়োজিত এ ফুটবল খেলা চলমান থাকুক।