ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৬:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাগেরহাট জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী আল-হেরা ফাজিল মাদরাসার  ,শেখ আবীর।

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Friday, May 17, 2024 - 8:32 pm
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 152 বার
ফকিরহাট প্রতিনিধি
জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪’ এ বাগেরহাট জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়ায় আল-হেরা ফাজিল মাদরাসার আলিম ১ম বর্ষের মেধাবী ছাত্র শেখ আবীর আহমেদ ,  ৭/৫/২৪ তারিখ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)এর  সাক্ষাৎকার গ্রহণ পূর্বক বাগেরহাট জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী  ঘোষণা করেন। বহুমুখী প্রতিভার অধিকারী  শেখ আবীর আহমেদ পবিত্র আল – কোরআন এর একজন হাফেজ। সে সংগীত, আবৃত্তি, বক্তৃতা, রচনা সহ খেলাধুলায়ও ভালো অবস্থানে নিজেকে রেখেছে। ২০২৩ সালে ইসলামি ফাউন্ডেশন আয়োজিত জাতীয় শিশু কিশোর সাংষ্কৃতিক প্রতিয়োগীতায় ইসলামি সংগীতে খুলনা বিভাগে বিজয়ী হয়েছে যার জাতীয় পর্যায়ের প্রতিযোগীতা ১৩/৫/২৪ তারিখ ঢাকায় অনুষ্ঠিত হবে।আগামীকাল ১২/৫/২৪ তারিখ জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪’ এর খুলনা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী  প্রতিয়োগীতায় সে বাগেরহাট জেলার প্রতিনিধিত্ব  করবে। সে সকলের দোয়া চায়।