বাগেরহাটে ২ কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা আটক
নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটে ২ কেজি গাঁজাসহ জাহিদ হোসেন হৃদয় (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার ১৩ মার্চ সন্ধায় বাগেরহাট কেন্দ্রীয় বাস স্ট্যান্ড এলাকা থেকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জাহিদ হোসেন হৃদয় (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব্যক্তি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ভোটন করা গ্রেমের ইদ্দিস ভূইয়ার ছেলে জাহিদ হোসেন হৃদয়, দীর্ঘদিন যাবৎ ঘটনাস্থলসহ বিভিন্ন থানা এলাকার বিভিন্ন বাজারে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছিল এমন তথ্য তাকে তল্লাশি করে ২ কেজি গাজাসহ আটক করা হয়।
এ বিষয়ে বাগেরহাট সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।