বাগেরহাটে হোটেল লেকফুজি আবাসিক এ অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ১০ জন আটক
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন আবাসিক হোটেল লেকফুজি থেকে যুবক যুবতী ও হোটেল মালিক সহ ১০ জনকে আটক করেছে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ। ৬ মে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান পরিচালনাকালে অনৈতিক কার্যলাপে সহযোগীতা করার দায়ে হোটেল মালিক বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া এলাকার মোঃআমিরুল ইসলাম কে সহ চারজন দেহব্যবসায়ী নারী ও যুবতী এবং পাঁচজন খরিদ্দারকে আটক করে বাগেরহাট সদর মডেল থানায় নিয়ে আসে। আটককৃত হোটেল মালিক আমিরুল ইসলাম ওরফে আমির ক্ষমতাশীন দলের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন যাবৎ এই অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিলো।বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুর রহমান জানান আটককৃতদের থানা হেফাযতে রাখা হয়েছে।পরবর্তী আইনানুগ ব্যবস্হা গ্রহনের প্রক্রিয়া চলমান রয়েছে।