বাগেরহাটে শ্রমিকদলের কর্মী সমাবেশ
বাগেরহাট প্রতিনিধি :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে বাগেরহাটে জাতীয়তাবাদী শ্রমিকদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকালে জেলা পরিষদের অডিটরিয়ামে জেলা শ্রমিকদল আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন শ্রমিকদলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। জেলা শ্রমিকদলের সভাপতি সরদার আতিয়ার রহমানের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক (ইঞ্জি) এ.টি.এম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, শ্রমিকদলের ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক সুমন ভুইয়া, বাগেরহাট জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী। এ কর্মী সমাবেশে অন্যান্যদেও মধ্যে বক্তৃতা করেন শ্রমিক দলের সহ সভাপতি হায়দার আলী, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক তাপষ কুমার রায়, মো মোজাম, আনিসুজ্জামান, ফিরোজ তালুকদার প্রমুখ।