বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে লটারি পদ্ধতি বাতিলের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন
এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবীতে মানববন্ধন করেছে সাধারন শিক্ষার্থীরা। রবিবার(২২ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা সরকারি স্কুল গুলোতে লটারির নামে জুয়া বন্ধ করে মেধার মাধ্যমে ভর্তি পদ্ধতি চালুর দাবী জানান। মানববন্ধনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, শেখ আল মামুন, আব্দুল্লাহ আল ফাহিম, মাইনিন ইসলাম, সোহানুর রহমান সাদী, নুসরাত ইসলাম তিশা, তামান্না তাইফা, আবদুল্লাহ মাশরাফি, আল জুবায়ের প্রমুখ।