ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাগেরহাটে প্লান্টিং ফর ফিউচার এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Friday, September 13, 2024 - 10:32 am
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 67 বার

চুলকাটি প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার চুলকাটিতে প্লান্টিং ফর ফিউচার এর উদ্যোগে  বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ শুক্রবার (১৩ আগস্ট) সকাল ৮টার এসময়  উপস্থিত ছিলেন চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ইনচার্জ বিকাশ চন্দ্র ঘোষ, সাংবাদিক অমিত কর বিলাস, চুলকাটি রেলস্টেশন এর স্টেশন মাস্টার মো: ওয়ালিউল্লাহ হোসেন এসময় চুলকাটি রেলস্টেশন গোল চত্বর থেকে শুরু করে স্টেশন রোডের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রায় ১০০ টি বিভিন্ন জাতের চারা গাছ লাগানো হয়েছে। চারা গাছগুলোর মধ্যে ১৯ প্রজাতির  বিভিন্ন রকমের ফলদ, বনজ, ঔষধী গাছ  যেমন, কৃষ্ণচূড়া, জারুল, সোনালু, কাঞ্চন, বকুল, নিশিন্দা, বিলাতি ঝাউ, কাঠাল, আতা, ডেউয়া, পেয়ারা, আম, বরই, নিম, শিউলি,কদম, যজ্ঞডুমুর, বাদাম, বট গাছ ইত্যাদি। প্লান্টিং ফর ফিউচার এর স্বত্বাধিকারী শাহরিয়ার সবুজ এর কাছে জানতে চাওয়া হলে  তিনি বলেন, আমাদের বৃক্ষরোপন কর্মসূচিতে ১০০ টি বিভিন্ন জাতের চারা লাগানো হয়েছে এবং পরবর্তীতে আরো ২৫০-৩০০ পিচ ফলজ বনজ ঔষধি গাছ রোপণ করা হবে বলে  জানান। এই কর্মসূচি এর মাধ্যমে আমরা যে শিক্ষা দিচ্ছি তা হলো বর্তমানে বন জঙ্গল উজাড় করে ফেলা হচ্ছে যার ফলে পরিবেশ এর অনেক ক্ষতি হচ্ছে এবং জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে যা আমাদের জন্য হুমকি স্বরূপ। আমাদের এই পরিবেশ ও জলবায়ু রক্ষায় কাজ করতে হবে। যার জন্য আমাদের উচিত অধিক হারে বৃক্ষ রোপন করা। তাই আমরা সবাইকে বলি পরিবেশ রক্ষায় আমরা বেশি বেশি করে বৃক্ষ রোপন করব। তাহলে আমাদের জলবায়ু ও পরিবেশ অনুকূলে থাকবে এবং একটা সুন্দর পৃথিবী আমরা উপহার দিতে পারব সকলকে ইনশাআল্লাহ।

এই কর্মসূচিতে অংশ নিয়েছেন প্লান্টিং ফর ফিউচারের সদস্যগণ নিত্য ঘোষ, আসিফ, মাহমুদ, তন্ময়, আলামিন, ওহিদুল, সাকিব, মিরাজ, জিহাদ, তানজিল, ফয়সাল প্রমূখ।