ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাগেরহাটে পৌর বিএনপির মতবিনিময় সভা

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Saturday, November 9, 2024 - 2:40 pm
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 43 বার

এস এম রাজ. বাগেরহাট প্রতিনিধ :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার জনমত তৈরির লক্ষ্যে বাগেরহাট পৌরসভা ৯ নং ওয়ার্ড বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় বাগেরহাট পৌর বিএনপির কার্যালয়ে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়। বাগেরহাট পৌর বিএনপির আহবায়ক এস্কেন্দার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ ওবায়েদুল ইসলাম জুয়েলের সঞ্চলনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মল্লিক মোবাশে^র হোসেন রুবেল, এ্যাডঃ হিরোক মিনা, জেলা শ্রমিক দলের সভাপতি সরদার আতিয়ার হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি এ্যাডঃ শরিফুল ইসলাম ঠান্ডু, সাবেক সভাপতি এ্যাডঃ আব্দুল কাদের, সাবেক পিসিকলেজের ভিপি সরদার নাসির উদ্দিন লনি, বিএনপি নেতা এ্যাডঃ নজরুল ইসলাম কাজোল, মোঃ বাবলু মোল্লা, ফকির হাফিজুর রহমান সহ পৌরসভার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, দেশে এখনো আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন ষড়যন্ত্র করার অপচেষ্টা চালাচ্ছে। সকল কে সাবধানতা অবলম্বন করে মোকাবিলা করতে হবে। বিগত দিনে তারা আমাদের নেতাকর্মীদের মামলা হামলা করে, ঘর-বাড়ি দোকানপাট ভাঙচুর অগ্নিসংযোগ সহ বিভিন্ন ভাবে আমাদেরকে হয়রানি করেছে। তার উচিত জবাব দেওয়ার সময় এসেছে। আর বসে থাকা যাবে না। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাত কে শক্তিশালি করার আহবান জানান সভায় উপস্থিত বক্তারা। দলের নাম ভাঙ্গিয়ে কে চাঁদাবাজি বা অন্য কোন অপকর্মে লিপ্ত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতৃবৃন্দ ।