ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৪:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাগেরহাটে ডিবিসি নিউজের সাংবাদিককে ‘নব্য বিএনপি-জামায়াত’ সমর্থকদের মারধর

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Tuesday, September 10, 2024 - 12:46 pm
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 60 বার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নে লুট ও ভাঙচুরের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ‘নব্য বিএনপি-জামায়াত’ সমর্থকদের হামলা ও মারধরের শিকার হয়েছেন ডিবিসি নিউজের বাগেরহাট প্রতিনিধি সৈকত মন্ডলসহ তিনজন সাংবাদিক। এ সময়ে ডিবিসি টেলিভিশনের প্রতিনিধির মোটরসাইকেল ভাঙচুর করেন হামলাকারীরা। আজ মঙ্গলবার (১০ই সেপ্টেম্বর) দুপুরের দিকে গজালিয়া ইউনিয়নের আলিপুর গ্রামে এ ঘটনা ঘটে। হামলাকারীরা নানা অনিয়ম ও লুটের সঙ্গে জড়িত রয়েছে। এক সময়ে তারা আওয়ামী লীগ দলের সঙ্গে জড়িত ছিলেন। এখন নিজেদের বিএনপি ও জামায়াতের সমর্থক হিসেবে পরিচয় দেন। স্থানীয়রা জানান, এ ঘটনায় ডিবিসির সাংবাদিক সৈকত মন্ডলসহ বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি মো. কামরুজ্জামান ও দীপ্ত টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি মো. মামুন আহমেদের ওপর পুলিশের উপস্থিতে হামলা চালিয়ে মারধর করা হয়। এ সময় হামলাকারীরা ডিবিসি প্রতিনিধির মোটরসাইকেল ভাঙচুরের পাশাপাশি এশিয়ান টেলিভিশন এর প্রতিনিধির মোবাইল ও দীপ্ত টেলিভিশনের ক্যামেরা ও মোবাইল ভাঙচুর করে। স্থানীয় সূত্র জানায়, এ হামলার সঙ্গে কচুয়ার গজালিয়া ইউনিয়ন শাখার আওয়ামী লীগের সদস্য মিজানুর, মিরাজুল ইসলাম, রেজাউল ইসলাম খোকন, আফতাব শেখ, নজরুল শেখ, লকুছার শেখ, আফসার শেখ, আজমীর শেখ, হেকমত আলী শেখ, মাহাতাব শেখ, আবুল শেখসহ অনেকেই জড়িত রয়েছেন। স্থানীয়রা আরও জানান, হামলাকারীরা আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় নিজেদের সরকার দলের লোক বলে পরিচয় দিয়ে নানা লুট ও অপকর্ম করতেন। এখন খোলস পাল্টিয়ে নিজেদের বিএনপি-জামায়াতের কর্মী হিসেবে পরিচয় দিয়ে এলাকায় নানা অপকর্ম করে যাচ্ছেন। নাম প্রকাশে অনুচ্ছুক অনেকেই জানান, তাদের অত্যাচারে আশাপাশের এলাকার মানুষ অতীষ্ঠ হয়ে পড়েছেন। দখলসহ নানা অবৈধ কাজ তারা নিয়মিত করে যাচ্ছেন। তাদের বিরুদ্ধে কেউ কথা বললেই মারধর করে।