ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৪:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাগেরহাটে জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধের দাবিতে ধর্মঘট 

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Saturday, September 21, 2024 - 7:45 am
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 80 বার
বাগেরহাট প্রতিনিধি
জ্বালানিতে অর্থায়ন বন্ধ, নবায়নযোগ্য শক্তির সম্প্রসারণ ও টেকসই কৃষিতে বিনিয়োগ বাড়ানোর দাবিতে শুক্রবার (২০ সেপ্টেম্বর) বাগেরহাট প্রেস ক্লাবের সামনে ও রামপালের পেরিখালিতে একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বাঁধন মানব উন্নয়ন সংস্থার আয়োজনে বাগেরহাটের বিভিন্ন যুব সদস্যরা গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে অংশগ্রহণ করেন। সমাবেশে আন্দোলনকারীরা জানান, উন্নত দেশগুলো জীবাশ্ম জ্বালানিতে অর্থায়নের মাধ্যমে জলবায়ু সংকট সৃষ্টি করছে। তারা নব্য ঔপনিবেশিক শোষণ, যুদ্ধ এবং মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে
এই পৃথিবীকে ধ্বংস করছে। পুঁজিবাদী মানসিকতা নিয়ে সর্বোচ্চ গ্রিনহাউস গ্যাস নির্গমনকারীরা জীবাশ্ম জ্বালানিতে অর্থায়নের মাধ্যমে পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। যেখানে মানুষের চেয়ে মুনাফাই মুখ্য। এটি পৃথিবীতে বাস্তুতন্ত্র এবং জলবায়ুকে মারাত্মকভাবে ধ্বংস করছে। ফলে বিরূপ প্রভাব পড়ছে দক্ষিণের দেশগুলোর তরুণ, কৃষক, নারী এবং প্রান্তিক সম্প্রদায়গুলোতে। এটি অনুন্নত দেশগুলোর সবচেয়ে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের কাছে তাদের পরিবেশগত ঋণ বহুগুণ বাড়িয়ে তুলছে। এই অবস্থায় জীবাশ্ম জ্বালানির পরিবর্তে টেকসই প্রকল্প এবং নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে বিনিয়োগের আহ্বান এসেছে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে। তরুণদের জলবায়ু কর্মীদের সাথে একাত্মতা প্রকাশ করে যুবরা বলেন, “আজ আমরা ফসিল ফাইন্যান্সের অবসান ঘটাতে লড়াই করছি এবং ক্ষতি ও ক্ষয়ক্ষতির অর্থায়নে আরও বেশি মনোযোগ দিচ্ছি ধনী দেশ ও কর্পোরেশনের মুনাফা ক্ষুধার্ত মানসিকতা আমরা আহত হচ্ছি। আমাদের ভবিষ্যত কিছু লোভী কাদের জন্য লাভের জন্য বলি দেওয়া যাবে না। বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশ, এবং প্রতি বছর দুইবার একশনএইড বাংলাদেশের তরুণ অ্যাক্টিভিস্টারা জলবায়ু
ন্যায়বিচারের জন্য তরুণদের দাবির প্রতিধ্বনি করে। এই বছর তারা টেকসই প্রকল্প, নবায়নযোগ্য জ্বালানিতে এবং কৃষিগত হস্তক্ষেপে অর্থায়নের পরিবর্তে জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগ বন্ধ করার আহ্বান জানিয়েছে। তারা বিশ্বাস করে, জলবায়ু সংকট সমাধানের জন্য তাদের ক্রমাগত দাবি জলবায়ু ন্যায়বিচার অর্জন করতে সহায়তা করবে। এসময় উপস্থিত ছিলেন বাঁধন মানব উন্নয়ন সংস্থার এফোরটি প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার সোহাগ হাওলাদার, একশন এইড বাংলাদেশের ইন্সপেরেটর সুইট খান, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি অলিপ ঘঠক, ঢাকা পোষ্টের জেলা প্রতিনিধি আবু তালেব, প্রজেক্ট অফিসার সানি জোবায়ের, মাহফুজ ইসলাম, অর্নব মিস্ত্রি, অর্নব মন্ডল, বিজলী খাতুন তন্নী, রাকিবুল ইসলাম, ইসলাম শেখআলিমুজ্জামন, শেখ ইমরারন, সামিয়া সুলতানা, সুমিত ভট্টাচার্য প্রমূখ।।