প্রচ্ছদ » » বাগেরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
বাগেরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
বাগেরহাট প্রতিনিধি
ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্র-ছাত্রী শিক্ষক অভিভাবকদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাগেরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ তহিদুল আরিফ বিআরটিএ বাগেরহাট সার্কেলের আয়োজনে ও জেলা প্রশাসনে সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) অরবিন্দ বিশ্বাস। উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ বাগেরহাট সার্কেলের সহকারী পরিচালক লাইলাতুল মাওয়া। এ সময় অন্যান্য দের মধ্যে বক্তৃতা করেন সড়ক জনপদের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম। ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোঃ সালাউদ্দিন। অভিভাবক মোঃ শহিদুল্লাহ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র জায়েদ আহম্মেদ, অষ্টম শ্রেণীর ছাত্র মুশফিকুজ্জামান।