ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১১:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাগেরহাটে ইজিবাইক চালককে জবাই করে হত্যা, আটক ২

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Saturday, August 31, 2024 - 6:51 pm
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 80 বার

বাগেরহাট প্রতিনিধি।

বাগেরহাটের চিতলমারী উপজেলার সন্তোষপুর এলাকায় মো. আনোয়ার মোল্লা নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩১ আগস্ট) সকালে চিতলমারী উপজেলার সন্তোষপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে। মৃত মো. আনোয়ার মোল্লা বাগেরহাট সদর উপজেলার মাঝিডাংগা গ্রামের সলেমানের ছেলে।

এ ঘটনার সঙ্গে জড়িত কচুয়া উপজেলার গজালিয়া গ্রামের মো. আকরাম শেখের ছেলে সজীব শেখ (২১) ও পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বাকশি গ্রামের সুদেব মজুমদারের ছেলে সাগর মজুমদার (১৯) কে আটক করেছে চিতলমারী থানা পুলিশ।

চিতলমারী থানা অফিসার ইনচার্জ স্বপন কুমার রায় বলেন, এ হত্যার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং ইজিবাইক উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।