বাগেরহাটে আন্ত-জেলা বাস মালিক শ্রমিক সমিতির নতুন আহবায়ক কমিটি সভা
এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাট আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সকালে বাগেরহাট বাসস্ট্যান্ডে কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন আহবায়ক মো: শামিম খান, সদস্য সচিব সাইফুল ইসলাম, সদস্য মো:মিলন ,যুগ্ন আহবায়ক মোঃ আশরাফ হোসেন (আশা) যুগ্ন আহবায়ক মোঃ রেজাউল করিম, যুগ্ন আহবায়ক মোঃ আনোয়ার হোসেন (আনো) সদস্যসচিব মোঃ সাইফুল ইসলাম,সহ ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শ্রমিক ইউনিয়ন আহবায়ক মো: শামিম বলেন,বাগেরহাট বাস শ্রমিক ইউনিয়ন থাকবে মাদক, চাঁদা বাজ ও সন্ত্রাস মুক্তসহ এই ইউনিয়নে হবে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ঘোষনা দেন ।
এসভায় নবগঠিত এই সংগঠনের ১৩ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়। সভা দোয়া মোনাজাত করা হয়। এ সময় বক্তারা নবগঠিত এই সংগঠনের এসভায় এ কমিটিকে স্বাগত জানিয়ে বক্তৃতা করেন বাগেরহাট বাস মালিক সমিতির আহবায়ক মো: মশিউর রহমান সেন্টু, জেলা শ্রমিকদলের যুগ্ম সাধারন সম্পাদক শেখ হায়দার আলী, তাপোশ কুমার রায় সহ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা।