বাগেরহাটের সিভিল সার্জনের জয় বাংলা স্লোগান, প্রত্যাহার দাবীতে ঝাড়– মিছিল, আল্টিমেটাম
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানে উপস্থিতিতে সরকারি অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডা. মো. জালাল উদ্দিন আহম্মেদ তার বক্তৃতায় জয় বাংলা স্লোগানে প্রতিবাদে ফুসে উঠেছে বাগেরহাটবাসী। বৃহস্পতিবার সকালে কিশোরীদের জরায়ুমুখ ক্যানসার (এইচপিভি) প্রতিরোধী টিকা প্রদান কর্মসূচী উদ্ধোধনি অনুষ্ঠানে সিভিল সার্জন পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দলীয় শ্লোগান দেয়ায় তার প্রত্যাহার দাবীতে সন্ধ্যায় ঝাড়– মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিক্ষুদ্ধ জনতা। আগামী শনিবারের মধ্যে সিভিল সার্জনের প্রত্যাহার ও জেলা প্রশাসকের দু:খ প্রকাশ করে জেলাবাসির কাছে ক্ষমা না চাইলে রবিবার সিভিল সার্জন ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচির আল্টিমেটাম দেয়া হয়েছে।
যুবনেতা মোল্লা সুজাউদ্দিন সুজনের নেতৃত্বে বাগেরহাট জেলাবাসীর ব্যানারে বিক্ষুব্ধ জনতার একটি বিশাল ঝাড়– মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাগেরহাট প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নেওয়াজ তরফদারসহ অন্যরা।