ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১১:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাগেরহাটের চুলকাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Thursday, December 12, 2024 - 12:25 pm
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 27 বার

আসাদুজ্জামান শেখ সোবহান, নিজস্ব প্রতিবেদক
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, পতাকা ছিঁড়ে ফেলা, দিল্লির আগ্রাসনের প্রতিবাদে চুলকাটিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী দল (বিএনপি) রাখালগাছি ও খানপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার (১২ডিসেম্বর) বিকাল ৩ টার সময় খুলনা-মোংলা হাইওয়ে মহাসড়কের পাশে চুলকাটি প্রেসক্লাবে চত্বরে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মহাসড়ক ও চুলকাটি বাজার প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। খানপুর ইউনিয়ন বিএনপি’র নেতা খান হাফিজুর রহমান এর সভাপতিত্বে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেন, পতিত স্বৈরাচার হাসিনাকে প্রত্যাবাসনের জন্য ভারতের নরেন্দ্র মোদি সকল ষড়যন্ত্র করে যাচ্ছে। এ সময় ভারতের মিডিয়া সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা গুম, খুন করেছে, এর জন্য তো কোনদিন কথা বলেননি। শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পর এদেশের মানুষ আনন্দে আছে, স্বাধীনভাবে চলাফেরা করতে পাচ্ছে। দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমাদের ভালো কিছু দিল্লি কখনো ভালো চোখে দেখেনি। আগরতলায় আমাদের ডেপুটি হাইকমিশনে আক্রমণ, পতাকা ছিঁড়েছে তারা। নিজ বাড়িতে মেহমানকে আক্রমণ করাকে কাপুরুষের পরিচয় দিয়েছে মোদি সরকার। বিক্ষোভ মিছিল থেকে ভারতের সকল পণ্য বর্জনের ঘোষণা দেনসহ সহকারী কমিশনে আক্রমণ, পতাকা ছেঁড়ি ফেলার তীব্র নিন্দা ও হুঁশিয়ারি উচ্চারণ করে এই নেতা বলেন, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, পতাকা কেউ ছিনিয়ে নিতে পারবে না। আমাদের ১৮ কোটি মানুষের দেশ। আমরা জানি, কী করে দেশের পতাকা সমুন্নত রাখতে হয়। উক্ত বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে বাগেরহাট সদর থানার সাবেক সদস্য সচিব হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সদর থানা যুগ্ম আহবায়ক  ফকির  মাসুম বিল্লাহ, জেলা যুবদলের  সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাসুম ফকির, জেলা যুবদলের প্রচার সম্পাদক শেখ মিরানুজ্জামান মিরান, জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান রাজন, বিএনপি’র নেতা খান গোলজার, খানপুর ইউনিয়ন  বিএনপি’র সাধারণ সম্পাদক বাবুল ফকির, রাখালগাছি ইউনিয়ন সাবেক শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মোরছালিন, থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক আলামিন, বিএনপি নেতা নাসির উদ্দিন, বিএনপি’র নেতা আব্দুল কুদ্দুস শেখ, খানপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিন, সাধারণ সম্পাদক ইমন শেখ, রাখালগাছি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সাহিদ হাসান সোহাগ, সাংহঠনিক সম্পাদক শফিকুল মোল্লা , বিএনপি’র নেতা আমির হোসেন, পাভেল প্রশূখ। রাখালগাছি ও খানপুর ইউনিয়ন বিএনপি’র সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।