ফকিরহাট সদর ইউপির বাজেট ঘোষনা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে উপজেলার ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ১১ টায় ফকিরহাট ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে অত্র ইউনিয়নে ২০২৪-২০২৫ অর্থ বছরে উন্নয়ন ও রাজস্ব খাতে মোট ৩ কোটি ৯৩ লাখ ৩৪ হাজার ৪১০ টাকার বাজেট ঘোষনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলুর সভাপতিত্বে ইউনিয়ন সচিব আশিষ কুমার ব্যানার্জীর সঞ্চালনায় সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত ফকিরহাট উপজেলা চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান বাবু,ভাইস চেয়ারম্যান শেখ ইমরুল হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট্র সমাজসেবক ও ব্যবসায়ী শেখ হেমায়েত উদ্দিন ও খান মাহমুদুল ইসলাম আরিফ, কাজি আজহার আলি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাওলাদার মুজিবুর রহমান, অত্র ইউনিয়নের সকল ইউপি সদস্য সহ বিভিন্ন শ্রেনীপেশার গন্যমান্য ব্যক্তিবর্গ।