ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১১:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা শেখ শফিকুর রহমান টুকুন স্মুতি ফটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Thursday, November 7, 2024 - 4:19 pm
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 38 বার

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা শেখ শফিকুর রহমান টুকুন স্মৃতি আন্ত: ইউনিয়ন ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বৃহস্পতিবার (৭ নেেভম্বর) বিকেল ৪টায় মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফকিরহাট উপজেলা বিএনপি’র আয়োজনে ও মুলঘর স্পোটিং ক্লাবের পািরচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও একাদশ সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনের বিএনপির মনোনিত প্রার্থী ইঞ্জিনিয়ার এ্যাডভোকেট মাসুদ রানা। বিশেষ অতিথি ছিলেন যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও সভাপতি, বিএনপি নেতা ইফতেখার আহম্মেদ পলাশ। খেলার শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা শেখ সাহেদুর রহমান জোহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মূলঘর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক সৈয়দ মাসুদুল ইসলাম। এসময় বীর মুক্তিযোদ্ধা মরহুম শেখ শফিকুর রহমান টুকুন পুত্র এহসান মোর্শেদ পিয়াল সহ জিয়া পরিষদের সভাপতি প্রভাষক মোবাশ্বের হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মুশফিকুজ্জামান রিপন, যুবদলের সদস্য সচিব লায়ন শেখ দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মোল্লা রাজু আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী মইন উদ্দিন মেরু, ছাত্রদল নেতা শেখ সাবিতুল ইসলাম সাগর প্রমূখ। উদ্বোধনীতে বাহিরদিয়া-মানসা বনাম নলধা-মৌভোগ ইউনিয়ন দল মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা করেন মিরাজ সরদার, তাকে সহযোগিতা করেন জসিম উদ্দিন ও রাজু আহম্মেদ।