ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১২:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফকিরহাটের ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির কমিটি গঠন,

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Monday, March 18, 2024 - 5:55 pm
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 179 বার
 ফকিরহাট প্রতিনিধি।
বাংলাদেশ বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির বাগেরহাটের ফকিরহাট উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে শেখ ওবায়েদ হাসান রনি সভাপতি (হেলথ কিওর হাসপাতাল),  মিল্টন কুমার কুন্ডু সহ-সভাপতি (ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার), মোঃ আকরাম হোসেন সাধারণ সম্পাদক (আহমদ ক্লিনিক), মোঃ মোসলেম উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক ( নিউ চাইনা এক্সরে এন্ড ডায়াগনস্টিক), মোঃ হাফিজুর রহমান কোষাধ্যক্ষ (ডাক্তার পয়েন্ট হাসপাতাল), সোমনাথ ধর সাংগঠনিক সম্পাদক (সেবা ডিজিটাল ডায়াগনস্টিক), এবং এফএম গোলাম মোস্তফা (পরিত্রাণ ক্লিনিক), মোঃ ফরিদ উদ্দিন (সততা ডায়াগনস্টিক), লিটন কুন্ডু (লাইফ কেয়ার ডায়াগনস্টিক), অরূপ কুমার সিনহা (সিকদার ক্লিনিক) কে সদস্য করে ১০ সদস্য বিশিষ্ট এক কমিটি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বি,পি,এইচ,সি,ডি,ও,এ. এর বাগেরহাট জেলা সভাপতি ডাক্তার মোঃ মোশারেফ হোসেন এবং সাধারণ সম্পাদক এস এম নুরুল আলম লিটন।