ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৪:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

প্রেসক্লাব রামপাল’র কমিটি গঠন সবুর সভাপতি, সুজন সম্পাদক, মেহেদী সাংগঠনিক সম্পাদক

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Saturday, December 28, 2024 - 12:55 pm
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 15 বার
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
প্রেসক্লাব রামপাল’র আবারো সভাপতি সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার ও মেহেদী হাসান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ১০ টায় সদরের ক্লাবের অফিস কক্ষে ক্লাবের সদস্যগণের উপস্থিতিতে এক সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি এম, এ সবুর রানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক সুজন মজুমদার। সিনিয়র সহসভাপতি মোতাহার মল্লিকের সঞ্চালনায় বক্তব্য দেন সুজন মজুমদার, মো. মেহেদী হাসান, মো. রেজাউল ইসলাম, এ,এইচ নান্টু, মো. তারিকুল ইসলাম, মোল্লা হাফিজুর রহমান, লায়লা সুলতানা, মুর্শিদা পারভীন, সুখময় বহ্ম, মো. হারুন শেখ, তুহিন মোল্লা, পবিত্র মন্ডল, আব্দুল্লাহ শেখ প্রমুখ। উল্লেখ্য, কমিটি গঠনের জন্যে প্যানেল জমা দানের আহবান করা হলে সবুর রানাকে সভাপতি, সুজন মজুমদার কে সাধারণ সম্পাদক ও মেহেদী হাসানকে সাংগঠনিক সম্পাদক করে মেহেদীর নেতৃত্বে একটি মাত্র প্যানেল কমিটি জমা পড়ে। নির্ধারিত সময়ের মধ্যে আর কোন প্যানেল জমা না পড়ায় সর্বসম্মতভাবে সভায় প্যানেল কমিটিকে নির্বাচিত করা হয়। প্যানেল কমিটির সদস্যরা আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। নব নির্বাচিত কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।