ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পল্লী বিদ্যুতের জিএম, এর অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি।

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Sunday, July 7, 2024 - 3:53 pm
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 102 বার

তরিকুল মোল্লা, নিজস্ব প্রতিবেদক 

বাংলাদেশ (পবিস) পল্লীবিদ্যুৎ সমিতি সারা দেশে ৮০ টি সমিতির ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারিরা এক যোগে কর্ম বিরতি শুরু করেছে।

১লা জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত ৭ম দিনের মত বাগেরহাটে সকল কর্মকর্তা-কর্মচারি কর্ম বিরতি পালন করেছে।

রবিবার সকাল ১০টায় বাগেরহাট পোলঘাট পবিস,র অভ্যান্তরে যশোর পবিস,র সিনিয়র জেনারেল ম্যানেজার মো. ইছহাক আলীর অনিয়ম-দূনীতি তুলেধরে তার কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ এবং আগুনে পুড়িয়ে ৬শ কর্মকর্তা- কর্মচারি এই কর্মবিরতি পালন করছে।

জিএম. কতৃক পল্লী বিদ্যুতায়ন বোর্ডসমিতি সমূহে শোষণ, নির্যাতন, নিপীড়ন, মানহীন মালামাল ক্রয়, গ্রাহক ভোগান্তি এবং সকল চুক্তি ভিত্তিক অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করণের দাবিতে সকল পবিস,র সাথে একাত্মতা ঘোষনা করে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির পোলঘাট এলাকার প্রধান কার্যালয়সহ ১০টি জোনাল ও একটি সাব-জোনাল অফিসের কয়েকশ’ কর্মকর্তা-কর্মচারী কর্মবিরতিতে যোগ দেন।
সপ্তাহ ব্যপী চলা কর্মবিরতিতে যোগ দেয়া কর্মকর্তা-কর্মচারীদের দাবী আদায়ের লক্ষে বক্তব্য রাখেন, মোঃ রাসেল শহীদ এজিএম (ওএন্ডএম) বিলিং সহকারী শারমিন কেয়া, বিলিং সহকারী ফারহানা, লাইন টেকনিশিয়ান আবু মুসা, এস অর সিএম জাকারিয়া, লাইন ক্রু (লেভেল-১) রাজু আহমেদ, মিটার টেষ্টার মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিদ্যুৎ বিভাগের নির্দেশ অমান্য করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কতৃক পল্লী বিদ্যুৎ সমিতির উপর শোষণ, নির্যাতন, নিপীড়ন,বিদ্যুতের মানহীন মালামাল ক্রয়, গ্রাহক ভোগান্তিসহ কর্মকর্তা-কর্মচারীদের উপর নানা রকম বৈষম্য করে আসছে। আর এই পল্লীবিদ্যুতায়ন বোর্ডে দালাল যশোর পবিস,র সিনিয়র জেনারেল ম্যানেজার মো. ইছহাক আলী । বঙ্গবন্ধুর সোনার বাংলায়, বৈষম্যের কোন স্থান নাই’। একই স্থানে দুই আইন থাকতে পারে না। অবিলম্বে বৈষম্য দূরীকরণ ও অভিন্ন সার্ভিস কোড চালু করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। বক্তরা জোরালো ভাবে বলেন প্রধানমন্ত্রী আমাদের দাবী আদায়ে আশ্বস্ত করলে তবেই আমরা ঘরে ফিরবো, না হলে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। তবে জরুরি গ্রাহক সেবা ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে।