ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৫:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নয়ন স্মৃতি ক্রিকেট খেলায় লখপুরকে হারিয়ে সৈয়দপুর চ্যাম্পিয়ন

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Saturday, April 13, 2024 - 5:50 am
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 162 বার

মুহাসিন শেখ, নিজস্ব প্রতিবেদক

বাগেরহাট সদর  উপজেলার রাখালগাছি  ইউনিয়নের সৈয়দপুরে  “নয়ন স্মৃতি নাইট শর্ট ক্রিকেট টুর্নামেন্ট” খেলার প্রথম আসর এর শুভ উদ্বোধন ও ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৷ শুক্রবার (১২ এপ্রিল)  রাত ৮ টার সময় ইমন ফারাজীর সভাপতিত্বে সৈয়দপুর বালুর মাঠে এক রাত ব্যাপী অনুষ্ঠিত ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন ও ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং রাখালগাছি  ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম ফারাজী ও মোঃ তহিদ মোল্লার সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ জাতীয় শ্রমিক লীগ সাধারন সম্পাদক ও ২নং ওয়ার্ড ইউপি সদস্য  মোঃ মনিরুল ইসলাম ফারাজী, শেখ মোহাম্মদ আলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

নয়ন স্মৃতি নাইট শর্ট ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ট্রফি

উক্ত ফাইনাল খেলায় লখপুরকে হারিয়ে সৈয়দপুর  জয় লাভ করে চ্যাম্পিয়ন প্রাইজমানি ও ট্রফি অর্জন করেন। রানার্সআপ হিসেবে লখপুর জয়যুক্ত হয়। সিজন-১ নয়ন স্মৃতি নাইট শর্ট ক্রিকেট টুর্নামেন্ট খেলার পরিচালনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ সাগর ফারাজী ও ইমন ফারাজী, আয়োজন কমিটির কর্ণধার তহিদ মোল্লা, মেহেদী হাসান শুভ, নুরজামাল ও তানভির সিদ্দিকী। নয়ন স্মৃতি নাইট শর্ট ক্রিকেট টুর্নামেন্টের প্রধান কর্মকর্তা ইমন ফারাজীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার ছোট ভাই নয়ন ফারাজী (৮ বছর বয়সে) এক দুর্ঘটনায় মারা যান তারই নামে এই খেলার আয়োজন করেছি আমি আশা করি তার স্মৃতি ধরে রাখতে তার স্মরণে আমরা যাতে  শ্রদ্ধার সাথে স্মরণ করতে পারি ও যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে প্রতি বছর খেলার আয়োজন করবো বলে আয়োজন কমিটিকে আশ্বাস দেন। রাত ৮ টা থেকে শুরু করে রাত ব্যাপী খেলা শেষে  চ্যাম্পিয়ন দল সৈয়দপুর টিম মালিক সাইদ ফারাজী, মামুন ফকির,আসলাম শেখ ও মাফুজ মোড়ল এবং রানার্সআপ লখপুর ক্রিকেট দলের হাতে প্রাইজটাইজ ও ট্রফি  পুরষ্কার তুলে দেন । টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরষ্কার প্রাইজমানি পান সৈয়দপুর ক্রিকেট টিমের মো: টিপু। উক্ত খেলার ধারাভাষ্যকার হিসেবে ছিলেন আল-আমিন ও মো: ব্লু, ইমরান প্রমূখ। রাত ব্যাপী এ খেলা ক্রিকেটপ্রেমী দর্শকরা আনন্দ সাথে উপভোগ করেন।