ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নিষিদ্ধ নিষিদ্ধ খেলা বন্ধ করুন: আহমদ শফী আশরাফী

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Sunday, October 27, 2024 - 3:19 am
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 51 বার

নিজস্ব প্রতিবেদক 

অপরাধী যেই হোক শাস্তি তাকে পেতেই হবে। এ জন্য দেশে আইন আছে, প্রশাসন আছে। কোন দল বা অঙ্গসংগঠন অপরাধ করলে আইনি ভাবে মোকাবেলা করতে হবে। তা না করে নিষিদ্ধ করে দেওয়া কোন সমাধান নয়। ব্যক্তিগত আক্রোশ থেকে প্রতিশোধ নিবেন না। রাজনীতি করার অধিকার সবার আছে, সুতরাং নিষিদ্ধ নিষিদ্ধ খেলা বন্ধ করুন।

আজ ২৭ অক্টোবর ২০২৪ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ন্যাশনাল সবুজ বাংলা পার্টির কেন্দ্রীয় মহাসচিব ও নেত্রকোণা ১ আসনের জনমানুষের নেতা আহমদ শফী আশরাফী এসব কথা বলেন।

আহমদ শফী আশরাফী আরও বলেন: ছাত্রলীগের মত একটি ঐতিহাসিক ভূমিকা পালনকারী এবং নেতৃত্বদানকারী ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করা কতটুকু যৌক্তিক পূনরায় বিবেচনা করতে আহবান জানাবো। বায়ান্নর রাষ্ট্রভাষা আন্দোলন থেকে নিয়ে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ছাত্রলীগের নেতৃত্ব, আত্মত্যাগ ও জীবন বির্সজন ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে।

ঘুটি কয়েকজনের অপরাধের দায় পুরো সংগঠন নিতে পারে না। আজ আপনারা ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন কাল আপনাদেরকেও নিষিদ্ধ করার রাস্তা পেয়ে যাবে। সুতরাং নিষিদ্ধ নিষিদ্ধ খেলা বন্ধ করুন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করুন।