ডাচ ব্যাংকের ব্যাবস্থাপক ও আওআমীলীগের একান্ত এজেন্ট জিয়া পরিবারের নামে কটাক্ষ
নিজস্ব প্রতিবেদক
নড়াইল শাখার ডাচ ব্যাংক লিঃ এর ব্যাবস্থাপক মফিদুল ইসলাম শহীদ গ্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক জিয়ো এবং তার পরিবার নিয়ে কুরুচি ও কটাক্ষ করার অভিযোগ উঠেছে। অভিযুক্তকারী এমনকি ব্যাংকে বিএনপি মনা ক্লায়েন্ট/গ্রাহক আসলে নানাভাবে অহেতুক নাজেহাল ও অসদাচরণ ফুঁসে ওঠেন। এমনকি ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবকে নানাভাবে ব্যাংগ করা শুধু তাই নয় বিএনপি ও সমমনা কর্মচারী ও কর্মকর্তাদেরকেও হ্যানস্তা করাসহ নানান অভিযোগে অভিযুক্ত। আনুসন্ধানে জানা যায় মফিদুল ইসলাম একজন আওআমী সম্বাসী পরিবারের সদস্য। তিনি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কুথ্যাত আওয়ামী সন্ত্রাসী সানা পরিবারের সদস্য। কতিথ আছে ইতিপূর্বে তিনি বিভিন্ন জনকে পুলিশের প্রাক্তন আই জিপি বেনজির আহমেদের সাথে অত্মীয়তার সম্পর্ক টেনে ভয়-ভীতি দিতেন এবং দাম্ভীকতা প্রকাশ করেছেন বলে জানা যায়।