ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৪:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

জেলা পুলিশ সুপারের সাথে চুলকাঠি প্রেস ক্লাবের  সাংবাদিকবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Friday, September 13, 2024 - 8:52 am
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 68 বার

চুলকাটি প্রতিনিধি

বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ এর সাথে বাগেরহাট সদর উপজেলার  চুলকাঠি প্রেস ক্লাবের  বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা  বিনিময়।

গত বুধবার (১১ আগস্ট) দুপুর ২টায় সময়  নবগত পুলিশ সুপার কার্যালয়ে  সাংবাদিকবৃন্দ জেলা পুলিশ সুপারের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।

এ সময় জেলা পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ সাংবাদিকদের পেশাগত কাজের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, বাগেরহাটে মাদকের বিষয়ে জিরো টলারেন্স মাদকের বিষয়ে কোন ছাড় দেয়া হবে না। যে কোন মূল্যে মাদক নিয়ন্ত্রণ করতে বদ্ধপরিকর। পুলিশ  মাদক নিয়ন্ত্রণ, অপরাধ রোধ, অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে নিয়ন্ত্রণে কাজ করছে। আর এ কাজে পুলিশের পাশাপাশি সাংবাদিকদের ভূমিকার গুরুত্বের কথা তিনি উল্লেখ করেন। সাংবাদিকদের সহযোগিতায় মাদক নিয়ন্ত্রণসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করা পুলিশের সহজ হয়। আর কেউ যাতে সাংবাদিকদের অযথা হয়রানি ও নির্যাতন না করতে পারে জেলা পুলিশের পক্ষে থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

সাক্ষাৎকালে  উপস্থিত ছিলেন চুলকাঠি প্রেসক্লাবের সভাপতি দৈনিক  যায়যায়দিন পত্রিকার রামপাল প্রতিনিধি  সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক সময়ের খবর সি এন্ড বি বাজার প্রতিনিধি আরিফ ঢালী, দৈনিক যায়যায়দিন বাগেরহাট সদর প্রতিনিধি মো. মিজানুর রহমান মিঠু, দৈনিক পূর্বাঞ্চল ভ্রাম্যমাণ প্রতিনিধি জি এম মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক যশোর জেলা  প্রতিনিধি, আসাদুজ্জামান শেখ সোবহান,  আইসিটি বিষয়ক সম্পাদক দৈনিক তথ্য চুলকাঠি প্রতিনিধি সাকিব হাসান জনি, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মিরান শেখ, সদস্য  জয় টিভি জেলা প্রতিনিধি মোঃ মজনু শেখ, সদস্য দৈনিক খুলনাঞ্চল চুলকাঠি প্রতিনিধি মুরাদ শেখ প্রমূখ।