জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন জেলা কমিটির উদ্যোগে পরিচিতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির উদ্যোগে পরিচিতি সভা ও ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহষ্পতিবার (২৫এপ্রিল) বিকাল ৫টার সময় চুলকাটি বাজার কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দান চুলকাটি অফিস হলরুমে এক পরিচিতি সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় ভাবে সংস্থাটি ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়ে বিভিন্ন শাখা পর্যায় কমিটি গঠন করা হয় তারই ধারাবাহিকতায় বাগেরহাট জেলা ও উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ বাগেরহাট জেলা কমিটি গঠন করে আত্মপ্রকাশের অংশগ্রহন করে সংস্থাটি জেলা পর্যায় সামনের দিকে নিয়ে একতাবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার হন। উক্ত পরিচিতি সভায় বক্তব্য রাখেন মিজানুর রহমান মিঠু সভাপতি (দৈনিক যায়যায়দিন), কবির আকবর পিন্টু সিনিয়র সহ-সভাপতি (দৈনিক অনির্বাণ), সেকেন্দার মোড়ল সহ-সভাপতি (দৈনিক যায়যায়দিন), মেহেদী হাসান সাধারণ সম্পাদক (জাতীয় দৈনিক সংগ্রাম প্রতিদিন), আবু তালেব শেখ যুগ্ম সাধারণ সম্পাদক (ঢাকা পোষ্ট), নাজমুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক (দৈনিক রানার),আসাদুজ্জামান শেখ সোবহান সাংগঠনিক সম্পাদক (দৈনিক জন্মভুমি), রিয়াদ মোড়ল কোষাধক্ষ (সময়ের খরব), এসময় আরো বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক আরিফ ঢালী (সময়ের খরব), আব্দুল্লাহ শেখ প্রচার সম্পাদক (দৈনিক বিকাল বার্তা) ফয়সাল উদ্দিন তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক (দৈনিক শব্দমিছিল),। সাগর শেখ ক্রিড়া সম্পাদক (দৈনিক আস্থা), তোকির আহম্মেদ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক (জয় টিভি),লায়লা সুলতানা মহিলা বিষয়ক সম্পাদিকা (দৈনিক নবকাল) রাকিবুল ইসলাম সুমন কার্য্য নির্বাহী সদস্য (জাতীয় দৈনিক সংগ্রাম প্রতিদিন), শেখ জুয়েল সদস্য (দৈনিক আই বার্তা), মহাসিন শেখ সদস্য (দৈনিক শব্দমিছিল), সাকিব হাসান জনি সদস্য (দৈনিক আজকের তথ্য), কুতুব উদ্দিন সদস্য (দৈনিক শব্দমিছিল) প্রমূখ।