ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৪:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

জলবায়ু পরিবর্তন প্রভাবের একক প্রতিবাদ: বাহলুল আলম

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Saturday, November 16, 2024 - 10:29 am
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 31 বার
মেহেদী হাসান , নিজস্ব প্রতিবেদক

আজারবাইজানের রাজধানী বাকুতে এবারের জলবায়ু সম্মেলন বহুবিধ কারণে আমাদের জন্য গুরুত্বপূর্ণ।  মূলত এবারের সম্মেলনে আলোচ্য সূচির শীর্ষে রয়েছে অর্থায়ন। এ নিয়ে বাংলাদেশের আগ্রহ আরো  বেশী। কারণ জলবায়ু পরিবর্তনজণিত কারণে বাংলাদেশ বিশ্বে সর্বাধিক ক্ষতিগ্রস্তদেশের মধ্যে অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ দেশ। জি-২০ জোটের মাত্র কয়েকজন নেতা এই সম্মেলনে যোগ দিচ্ছেন,  অথচ যোগ দেওয়ার কথা সকলেরই;  কারন বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮০ শতাংশই এই জোটের দখলে। আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশের সঙ্গে জড়িত জি-২০ জোটের দেশগুলো। আবার বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী যে গ্রিনহাউস গ্যাস, তার প্রায় ৮০ শতাংশই এই জোটভুক্ত দেশগুলো নির্গমন করে। অথচ তারাই অনুপস্থিত।  এসবের প্রতিবাদে আজ ( ১৬ নভেম্বর ২০২৪) খুলনা শহরের শিববাড়ী মোড়ে একক প্রতিবাদ করেন পরিবেশ কর্মী বাহলুল আলম। :  বিশ্বে ৮০ শতাংশ কার্বন নিঃসরণের জন্য দায়ী জি-২০ ভুক্ত দেশসমুহ, বাংলাদেশ নয়।