ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১২:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চুলকাটি বাজার রেল স্টেশনে উপচে পড়া ভিড়

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Saturday, June 8, 2024 - 11:02 am
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 121 বার

শেখ আসাদুজ্জামান, নিজস্ব প্রতিবেদক :

চুলকাটি বাজার  রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় চোখে পড়ার মত “কথায় আছে সখের তুল আমি টাকা” এটা কাব্য কথা হলেও  বাস্তবে পরিণত হয়েছে। সরেজমিনে গিয়ে  দেখা যায় পহেলা জুন থেকে চালু হওয়া অষ্টম দিনে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় শিশু, কিশোর, বয়স্ক সকল শ্রেণির পেশার মানুষ ট্রেনে চলার ভ্রমণ নিত্য দিনের সঙ্গী করে নিয়েছেন। চুলকাটি থেকে মোংলা আর মোংলা থেকে চুলকাটি প্রতিদিন, শুক্রবার ও শনিবারে ছুটির দিনে রেল ভ্রমণের জন্য  সকাল ৯ টা  থেকেই চুলকাটি বাজার  স্টেশনে আসতে থাকেন যাত্রীরা। আস্তে আস্তে ভিড় বাড়তে থাকে কেউ রেল ভ্রমণ আর ব্যবসায়িক কাজে তাদের গন্তব্য স্থানে যাওয়ার জন্য  লাইনে দাঁড়িয়ে যাত্রীরা টিকিট কাটতে শুরু করেন। চুলকাটি বাজার স্টেশনের দ্বায়িত্বরত স্টেশন মাস্টার ওলিউল্লাহ হোসেন জানান, দিন যত যাচ্ছে রেল ভ্রমণ ও বিভিন্ন পেশার মানুষের দক্ষিণ অঞ্চলের আয়ের মানুষের যাতায়াত তত বাড়ছে। তিনি আরো বলেন যাত্রীদের ভ্রমণ ও ব্যবসায়িক কাজে তাদের গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য প্ল্যাটফর্মে বেনাপোল থেকে ৯টা ১৫ মিনিটে  ছেড়ে আসা  একটি ট্রেন দুপুর ১ টার সময় চুলকাটি বাজার স্টেশনে এসে ভিড়ছে ফিরতি ট্রেন মোংলা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেন চুলকাটি ৩ টায় এসে ভিড়ছে। স্টেশন কর্তৃপক্ষ জানায় সপ্তাহে  মঙ্গলবার বাদে প্রতিদিন   ২ টি ট্রেন চলছে পরবর্তীতে ট্রেন আরো বাড়তে পারে। সামনে পবিত্র ঈদুল আযহায় ঈদ যাত্রায় যাত্রীচাপ শেষ মুহূর্তের সরকারি-বেসরকারি ছুটি ও গার্মেন্টস ছুটি হলে যাত্রীর চাপ বেড়ে যাবে। বর্তমান পরিস্থিতিতে অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে স্টেশনের গেটে তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। টিকিট ছাড়া কাউকে ট্রেনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

সরেজমিনে, কয়েকজন যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে ট্রেনে টিকিট করেছেন তারা মোংলা টু বেনাপোল যাত্রাবাহী ট্রেন চালু হওয়ায় দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের আয়ের দুয়ার খুলেছে ভোগ করছে এখানকার সাধারণ মানুষ সল্প খরচে ট্রেন চলাচলে সুবিধা পাচ্ছে।