ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৯:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চুলকাটি বাজার ব্যবস্থাপনা কমিটির বাৎসরিক কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Wednesday, December 25, 2024 - 11:59 am
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 5 বার

আসাদুজ্জামান শেখ, নিজস্ব প্রতিবেদক
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজারে প্রায় দেড় যুগপর বাজার ব্যবস্থাপনায় উন্নয়নের ছোঁয়া লেগেছে, ঐতিহ্যবাহী চুলকাটি বাজারে প্রযুক্তির আলোয় কাটল আঁধার। জাগরনী চক্র ফাউন্ডেশন এর বাস্তবায়নে টঝঅওউঙ’ঝ এর অর্থায়নে এ্যাবট্ এসোসিয়েট এর কারিগরী সহযোগিতায় বাজার বাৎসরিক ব্যবস্থাপনা দ্বিতীয় দিনের সভা শেষ হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় চুলকাটি বাজার বনিক সমিতির কমিটির আয়োজনে চুলকাটি প্রেসক্লাব হলরুমে বাজার ব্যবস্থাপনা কমিটির বাৎসরিক কর্ম পরিকল্পনা শিরোনামে বাজারের সার্বিক উন্নয়ন কার্যক্রম ও আলোচন সভায় চুলকাটি বাজার একটি ডিজিটল মডেল বাজার হিসেবে গড়ে তুলতে বাজারে ড্রেন সংস্কার ২কি.মি ৬লক্ষ টাকা, মার্কেট শেড ৩টি ৫ লক্ষ টাকা, বাজারের প্রবেশদার প্রধান সড়ক ৮’শ কিলোমিটার সংস্কার আনুমানিক বাজেদ ১২ লক্ষ টাকা, ২টি নতুন মার্কেট শেড তেরী ২০ লক্ষ টাকা, মিল্ক শেড তৈরী ১টি ৫ লক্ষ টাকা, পকেট ডাস্টবিন ৩৫টি, ডিব টিউউবয়েল পুনরায় আরো ৫টি স্থাপন, সিসি ক্যামেরা সংস্কার ১৩, যাত্রী ছাউনি ২টি ৮ লক্ষ টাকা, ওয়াটার কর্ণার, পশু জবাইখানা ১টি, বর্জবাজার ব্যবস্থাপনা নিদিষ্ট স্থানে ফেলা ইত্যাদি। উক্ত আলোচনা সভায় চুলকাটি বাজার বনিক সমিতির সভাপতি মোঃ কুদ্দুস শেখ এর সভাপতিত্বে উপস্থিত ফিড দ্যা ফিউচার বাংলাদেশ নিউট্রিশন এ্যাক্টিভিটি (বিএনএ) এর ডিস্টিক কো-অর্ডিনেটর আশিষ কুমার চার্টাজি, ফিল্ড ফ্যাসিলিটেটর সুমন্ত ঘরামী, জাগরনী চক্র ফাউন্ডেশন এর আউটরিচ স্পেশালিষ্ট দীনবন্ধু সরকার প্রমূখ। উক্ত সভায় বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ মল্লিক আমিনুল ইসলাম মুক্ত’র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বাজার কমিটির সহ-সভাপতি পংকজ সাহা, সাংগঠনিক সম্পাদক মোঃ শওকাত হাওলাদার, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান মিন্টু, কোষাধ্যক্ষ রেজবুল গাজী, বাজার কমিটির উপদেষ্টা শেখ সাইদুর রহমান, উপদেষ্টা ডাঃ আব্দুর রাজ্জাক, উপদেষ্টা সরোয়ার হোসেন, বাজার ব্যবসায়ী বোরহান হাজরা, আলামিন শেখ, মোজাফ্ফর ফকির, বিদুৎ, সমারেশ সাধু এবং এসময় চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান শেখ রসাবহান, নির্বাহী সদস্য মিজানুর রহমান মিঠু, মজনু শেখ ও অন্যান্য প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।