চুলকাটি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা বিএনপি’র সাবেক সভাপতি’র মতবিনিময়
চুলকাটি প্রতিনিধি
বাগেরহাট জেলা বিএনপি’র ও প্রধান সমন্বয়ক চুলকাটি প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। তার বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি বলেন,” ৫ আগষ্ট বিপ্লবে ফ্যাসিষ্ট সরকারের পতনের পর দেশ আবার স্বাধীনতার স্বাদ উপভোগ করছে দেশের মানুষ এখন কথা বলার বাক স্বাধীনতা পেয়েছে, ভোট কেন্দ্রে গিয়ে স্বাধীনভাবে ভোট প্রদানের পরিবেশ সৃষ্টি হয়েছে। এর আগে দেশ গণতন্ত্র থেকে সৈ¦রাতন্ত্রে পরিণত হয়েছিল। দেশের মানুষ বাকরুদ্ধ ছিল, সংবাদ কর্মীদের স্বাধীনতা ছিল না। বিএনপি’র নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করা হতো। বিএনপির নেতা-কর্মীরা স্ত্রী-সন্তান নিয়ে ঘরে থাকতে পারেনি। সৈ¦রসরকারের নেতা-কর্মীদের অনিয়ম-দুর্নীতিতে দেশের সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। সাধারন মানুষ সহ বিরোধীদলের নেতা-কর্মীরা ভোট দিতে মাঠে যেতে পারেনি। ৫ আগষ্ট ছাত্র-জনতার বিপ্লবের পর দেশের মানুষ এখন মুক্তভাবে মত প্রকাশের সুযোগ পেয়েছে। মানুষ স্বাধীনভাবে কথা বলছে। প্রশাসন নিরপেক্ষ কাজ করার সুযোগ পেয়েছে। মানুষ এখন ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। ভোটাররা প্রায় দেড়যুগ পর নিজের ভোট নিজের পছন্দসই প্রার্থীকে দিতে পারবে। যখন অর্ন্তকালীনবর্তী সরকার সংস্কারের কাজ করে যাচ্ছে, তখনই ফ্যাসিষ্টের দোসররা দেশ নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তিনি সাংবাদিকদের মাধ্যমে সকলকে ষড়যন্ত্রের বিষয়ে সচেতন থাকার আহবান জানান।