চুলকাটি কিন্ডারগার্টেন ও পলাশ কিন্ডারগার্টেনের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
চুলকাটি প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজারস্থ চুলকাটি কিন্ডারগার্টেনে বাঐডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সভাপতিত্বে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান এবং বাজারস্থ পলাশ কিন্ডারগার্টেনে বিশিষ্ট সমাজ সেবক মো: ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপি’র প্রধান সমম্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম। সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ বাগেরহাট জেলঅ বিএনপি’র যুগ্ম আহবায়ক ড. লায়ন ফরিদুল ইসলাম, সরকারি শেখ হেলাল উদ্দিন ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক মো: হুসাইন সায়েদীন,বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুর ইসলাম শান্ত, খানপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি খান হাফিজুর রহমান, সাবেক সাধারন সম্পাদক মো: বাবুল ফকির, স্কুলের অধ্যক্ষ এম এ হালিম ও মনিরুল ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন চুলকাটি বাজার সমিতির সভাপতি আ: কুদ্দুস শেখ, বাজার কমিটির সাধারন সম্পাদক আমিনুল ইসলাম মুক্ত,মাষ্টার আ: রাজ্জাক শেখ ,হাসান আল মামুন বাপ্পি, মো: মজনু শেখ,মিজানুর রহমান, আমজাদ হোসেন, মাসুম ফকির , জসীম হাওলাদার, মনি শেখ, ইমন শেখ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অপরদিকে পলাশ কিন্ডারগার্টেনে আরও উপস্থিত ছিলেন অব: কাষ্টম সুপারিনটেনডেন্ট শচীন কুমার সোম, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শরিফ’ল ইসলাম লিটু প্রমুখ। বক্তারা শিক্ষার্থীদের বিভিন্ন উৎসাহ প্রদান করেন।