ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৪:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চুলকাটিতে যুবদলের আঞ্চলিক কার্যলয় শুভ উদ্বোধন 

  • দৈনিক নবিন আলো প্রতিদিন
  • আপডেট: Saturday, October 5, 2024 - 2:21 pm
  • Shobhan Hossain
  • পঠিত হয়েছে: 68 বার

আসাদুজ্জামান শেখ সোবহান, নিজস্ব প্রতিবেদক 
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজারে জাতীয়তাবাদী যুবদলের  আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।শনিবার (৫অক্টোবর) বিকালে বাগেরহাট জেলা যুবদলের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: মাসুম ফকির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাগেরহাট জেলার সাবেক সাধারণ সম্পাদক মো: সুজাউদ্দিন মোল্লা  সুজন। প্রধান অতিথি ফিতা ও কেক কেটে অফিসের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বাগেরহাট জেলা যুবদরের সহ- প্রচার সম্পাদক ও চুলকাটি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ মিরানুজ্জামান মিরান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টি ও আসন্ন দুর্গাপুজায় নাশকতা যাতে কেহ না ঘটাতে পারে সেদিকে নেতা কর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। শেখ সাজ্জাদ হাসান ইমরুল ও নিয়াজ মোহাম্মদ আল মামুন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবকদল ও সাবেক যুবদলের সাধারণ সম্পাদক বদরুল আলম, জেলা যুবদলের সহ-সভাপতি সমি বাদশা, জেলা সহ-সভাপতি বদরুল ইসলাম, জেলা যুবদলের সিঃ সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, জেলা সহ-সভাপতি মো: রায়হান, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান (রাজন)। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা এম এ আউয়ালসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। সার্বিক সহযোগিতায় ছিলেন সোয়াইব হোসেন, মামুন খান, আলম তরফদার, দোলন শেখ, মো: আমির, মাসুম প্রমুখ।