চুলকাটিতে যুবদলের আঞ্চলিক কার্যলয় শুভ উদ্বোধন
আসাদুজ্জামান শেখ সোবহান, নিজস্ব প্রতিবেদক
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজারে জাতীয়তাবাদী যুবদলের আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।শনিবার (৫অক্টোবর) বিকালে বাগেরহাট জেলা যুবদলের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: মাসুম ফকির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাগেরহাট জেলার সাবেক সাধারণ সম্পাদক মো: সুজাউদ্দিন মোল্লা সুজন। প্রধান অতিথি ফিতা ও কেক কেটে অফিসের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বাগেরহাট জেলা যুবদরের সহ- প্রচার সম্পাদক ও চুলকাটি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ মিরানুজ্জামান মিরান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টি ও আসন্ন দুর্গাপুজায় নাশকতা যাতে কেহ না ঘটাতে পারে সেদিকে নেতা কর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। শেখ সাজ্জাদ হাসান ইমরুল ও নিয়াজ মোহাম্মদ আল মামুন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবকদল ও সাবেক যুবদলের সাধারণ সম্পাদক বদরুল আলম, জেলা যুবদলের সহ-সভাপতি সমি বাদশা, জেলা সহ-সভাপতি বদরুল ইসলাম, জেলা যুবদলের সিঃ সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, জেলা সহ-সভাপতি মো: রায়হান, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান (রাজন)। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা এম এ আউয়ালসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। সার্বিক সহযোগিতায় ছিলেন সোয়াইব হোসেন, মামুন খান, আলম তরফদার, দোলন শেখ, মো: আমির, মাসুম প্রমুখ।